Posts

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা

Image
ভোলা জেলা সদরে সর্বপ্রথম স্থাপিত ও অটোমেশন পদ্ধতিতে পরিচালিত প্রাইভেট পলিটেকনিক ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে পাঠদানের কার্যক্রম শুরু হয়। তারপর থেকে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের ১০০% ত্বাত্তিক ক্লাস ও ব্যবহারিক ক্লাস করার ফলে ১০০% পাশ করছে। ৮ম পর্ব পাশের আগেই ৮০-৯০% শিক্ষার্থীর চাকুরী পাওয়া সত্যেও কিছু কুচক্রি মহল উক্ত প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ভাবে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যক্ষ ইঞ্জিঃ দিবাকর দে বি এসসি ইঞ্জিনিয়ারিং(ইসিই) কোলকাতা, ভারত, আইইবি এম-২৩১৯৮

পুঠিয়ায় ট্রাক ড্রাইভার হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা আটক ৫

Image
নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল বাহিনীর মারপিটে আবু মোতালেব (৪২) নামের এক ট্রাক ড্রাইভার নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নিহতের স্ত্রী নারগিস বেগম বাদি হয়ে পুঠিয়া থানায় এ মামলাটি দয়ের করেন। এদের মধ্যে ৫ জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃরা হলো, পুঠিয়া উপজেলার বাসুপাড়া গ্রামের তালেব উদ্দীন (২৮), বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার জসিম উদ্দীন (২৫), মোহাম্মদ শাহ (২৫), শিশির আহম্মেদ (২৪) ও রুম্মান আলী (২২)। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা মামলার ১৩ জনের বিরুদ্ধে নাম উলেøখ এবং অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই তালিকাভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদের আটককের চেষ্টা অব্যাহত আছে। নিহত ট্রাক ড্রাইভারের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উলেøখ্য গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিহত ট্রাক ড্রাইভার মোতালেব বাগমারা উপজেলার ভাবানিগঞ্জ থেকে ট্রাক চালিয়ে পুঠিয়া উপজেলার দিকে আসছিলো। ট্রাকটি তাহেরপুর হাট পার হওয়ার সময় একটি খাসি তার ট্রাককের চাকায়

বেকুব বেনু" (প্রথম পর্ব) মুনিরা আক্তার

Image
আজকের দিনটি বেনুর জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ একটি দিন।আজম নামের এক কুখ্যাত খুনি এবং নারী পাচারকারীকে গ্রেফতার করতে সহায়তা করায় প্রশাসন তাকে এক বিশেষ সম্মাননা প্রদান করবে। পুরষ্কার নিতে যাওয়ার সময় রাস্তায় ট্রাফিক জ্যামে পরে বেনু, প্রায় একঘন্টা যাবত ট্যাক্সিতে বসে আছে, হঠাৎ তার চোখ পড়ল রাস্তার বা পাশে একটি চায়ের দোকানে। চায়ের দোকানের মালিক একটা ছোট ছেলেকে বাজেভাবে বোকাঝকা করছে বলছে," বেকুবের বাচ্চা! চায়ের মধ্যে দুই চামচ দুধ দ্যাস ক্যান? দুধকি তোর বাপে কিন্না দেয়?"বেনু অনেকক্ষণ ধরে ব্যাপারটা দেখলো‌।জ্যাম কমতে শুরু করলো, গাড়িও ছেড়ে দিল।চলন্ত গাড়িতে বেনুর কানে একটা কথাই বাজতে থাকে," বেকুবের বাচ্চা" বেনুর সাথে বেকুব শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। কীভাবে? বলছি। বেনু বাবা-মার অষ্টম ও সর্বশেষ কন্যা। অভাবের সংসার ছিল তাদের।বাবা তেমন দেখতে না পারলেও বেনুর মা তাকে খুব ভালবাসতো।বেনু দেখতে ফর্সা ছিল হালকা পাতলা দেহ বেশ লম্বা। অষ্টম সন্তান হিসেবে কন্যা সন্তান কোনভাবেই কাম্য ছিল না, তাই বাবা রাগে তার নাম রাখলো "বেনজীর" বে +নজীর সুতরাং তার দেখভাল যতটা কম করা যায়

স্বপ্ন নির্মাতা-অহনা নাসরিন

Image
  কবিতার নামঃ স্বপ্ন নির্মাতা কবির নামঃ অহনা নাসরিন  সময়কালঃ ১৬.০৮.২০২০ স্থানঃ ময়মনসিংহ, বাংলাদেশ।  কবি, তুমি এমন একটি কবিতা লিখো- যে কবিতার পেছনের গল্পগুলি হবে এমন নিরন্ন মানুষের বেদনার কথা বর্ণিত হবে কুলি-মজুরের  ক্রোধের ভাষা উচ্চারিত হবে; স্টেশনে  ফুটপাতে পড়ে থাকা বঞ্চিত শিশুর  জন্মবৃত্তান্ত  হলুদ রোদের আলোতে ঝলমল করবে। কিছু কিছু কথা লিখো; কিছু কিছু কথা বলো যে কথাগুলো হৃদয়ের চৌকাঠে ওড়াউড়ি করে যে কথায় মনে তৃপ্তির ঢেঁকুর ওঠে, বিশ্বাস অটল থাকে। তুমি কি জানো! মধ্যস্বত্বভোগীরা সমাজে বেশ আয়েশেই আছে ভেবো না তার কথা বিত্ত বৈভবে উন্মত্ত যে নারী লিখো না তার কথা। তোমার কলমের কালিতে ফুটিয়ে তোলো প্রিয় মানচিত্র আর লিখো সম্ভ্রমহীনা নারীর বঞ্চনার কথা।  কবি তোমার কবিতা হবে এমন- আগামী প্রজন্ম পাবে আত্মশুদ্ধির পথ কবিতা হবে এমন যেখানে থাকবে নিরন্ন মানুষের মত। কবিতায় লিখো- রাজাকারের কথা বহাল তবিয়তে আছেন দু'বেলা মাছ-মাংস গিলছেন। কবিতায় লিখো- আস্তাকুঁড়ে পড়ে থাকা যোদ্ধাহত মানুষ যাঁর বুকের পাঁজর গুণতে যন্ত্র লাগে না বেদনার প্রসারতা বুঝতে- নিতে হয় না লাশকাটা ঘরে। তাঁর কথা লিখো শ্রদ্ধাভরে- যাঁর যৌবনের প্র

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নিয়েছে র‌্যাব

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার বরখাস্ত ওসি প্রদীপসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন জেল সুপার মো. মোকাম্মেল হোসেন। ওসি প্রদীপসহ যে তিন জনকে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে তারা হলেন- পরিদর্শক লিয়াকত আলী ও উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত। তাদেরকে যে আজ রিমান্ডে নেয়া হবে সেটি গতকাল রাতেই জানিয়ে রেখেছিলেন র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান লে.কর্নেল আশিক বিল্লাহ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের জলতরঙ্গ রিসোর্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনার মূল সাক্ষী শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইসসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানায় পুলিশের হেফাজতে রক্ষিত আছে। বিজ্ঞ আদালতের মাধ্যম উক্ত সরঞ্জামাদি র‌্যাব হেফাজতে নেয়া হবে। কারণ, মামলা তদন্তের স্বার্থে ওই কম্পিউটার ডিভাইসগুলো গুরুত্বপূর্ণ কাজ দেবে। তিনি বলেন, ইতিমধ্যে র‌্যাবের তদন্ত কর্মকর্তা পুলিশের চার সদস্য ও সন্দেহভাজন তিন আসাম